Eastmedinipur

Apr 09 2023, 19:52

*মুখ্যমন্ত্রী,জেলা সভাপতি থেকে বিধায়কের বার্তা টিকিট না পেলে নির্দলে প্রার্থী নয়, দলে দায়িত্বে ব্যবস্থা*


মহিষাদল: পঞ্চায়েত ভোট আসন্ন। আর সেই পঞ্চায়েত নির্বাচনে এক হাজার মানুষের মধ্যে একজন টিকিট পাবেন। যারা টিকিট পাবেন না তারা যেনো নির্দলে প্রার্থী না হয়। দল তাদের দায়িত্ব দেবে এমনই বার্তা দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র থেকে বিধায়কের।

সম্প্রতি পূর্ব মেদিনীপুর সফরে এসে জনসভায় দাঁড়িয়ে দলের নেতৃত্বদের জানিয়েদেন দলে ব্যক্তি কেউ নয়। দলই শেষ কথা। দল যা ঠিক করবে তা নেতৃত্বদের মানতে হবে। সকলে টিকিট চাইলে দেওয়া সম্ভব নয়। একটি রাজনৈতিক দলের একজন টিকিট পাবে এলাকায়। বাকিরা যেনো টাকা না পাওয়ায় নির্দলে না দাঁড়ায়।

আমরা তাদের মর্যাদা দিয়ে দিলের দায়িত্ব দিয়ে কাজে লাগাবো। 

রবিবার মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিষাদল কুমুদিনী ডাকুয়া মুক্ত মঞ্চে বর্ধিত কর্মী সভার আয়োজন করা হয়। সেই সভা মঞ্চে দলনেত্রীর কথা মতো নেতৃত্ব থেকে কর্মীদের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেনকুমার মহাপাত্র,মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানিয়েদেয়। পঞ্চায়েত ভোটে সকলকে টিকিট দেওয়া সম্ভব নয়। দল যাকে ঠিক করবে সেই প্রার্থী হবে। টিকিট না পেলে যেনো বিরোধীদের ফাঁদে পা দিয়ে নির্দলে না দাঁড়ায়। এদিন সাফ জানিয়ে দেন জেলা সভাপতি থেকে বিধায়ক।

এদিনের সভায় সৌমেনকুমার মহাপাত্র, তিলককুমার চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য পার্থ বটব্যাল, মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি,পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস সহ অন্যান্যরা।

Eastmedinipur

Apr 09 2023, 18:59

*ফের নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত*


নাবালিকাকে ধর্ষনের ঘটনায় গ্রেপ্তার যুবক। ধৃত যুবকের নাম সেখ সঞ্জিত। মহিষাদল থানার গড়কমলুর এলাকার বাসিন্দা। শনিবার রাতে মহিষাদল থানার পুলিশ গ্রেপ্তার করে।আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হবে। 

পরিবারের অভিযোগ, শনিবার দুপুরে বাড়ির পাশে দোকানে চপ কিনতে গিয়েছিলো। তারপর রক্তাক্ত অবস্থা দেখতে পাওয়া যায়। অসুস্থ হয়ে পড়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। বিকেলে মহিষাদল থানায় অভিযোগ দায়ের হয়। তার পর রাতে পুলিশ গ্রেপ্তার করে যুবকে।

Eastmedinipur

Apr 09 2023, 16:18

*বিরোধী দলনেতা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে- সৌমেন*


হলদিয়া: সামনেই হলদিয়া পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে দলিয় কর্মীদের চাঙ্গা করতে রবিবার হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়ার মঞ্জুশ্রীতে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সেই সম্মেলন থেকে কর্মীদের একজোট হয়ে লড়াই করে হলদিয়া পুরসভার ২৯ টি আসনই যাতে নিজেদের দখলে রাখা যায় তার ব্যবস্থা করতে হবে। সেই সাথে নন্দীগ্রামে বিজেপির ইস্তফা, পঞ্চায়েত নির্বাচনে জেলাপরিষদ, পঞ্চায়েত সমিতি দখল নিয়ে যে স্বপ্ন দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই স্বপ্ন স্বপ্নই হয়ে থাকবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেনকুমার মহাপাত্র।

এদিন কর্মী সম্মেলনে সৌমেনবাবুর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী,

রাজ্যআইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। জেলা মহিলা তৃণমূলের সভাপতি শ্রীবানি দে কুন্ড, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডল, জেলা যুব সভাপতি আজগর আলি সহ অন্যান্যরা।

Eastmedinipur

Apr 09 2023, 16:11

*চিকিৎসার গাফিলতির কারণে শিশু মৃত্যু তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে,গভীর রাতে উত্তেজনা হাসপাতাল চত্বরে, ঘটনাস্থলে তমলুক থানার


তমলুক: মহিষাদল থানার রামবাগ এলাকার সাত মাসের এক শিশু পুত্রের শ্বাসকষ্ট হয়। শনিবার সকালেই তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ মেডিকেল কলেজের চিকিৎসক অক্সিজেন দেওয়ার কথা বলে গেলেও নার্স তা করেনি। ওই শিশু পুত্রটি যখন শ্বাসকষ্টে ভুগছিল সেই সময় অক্সিজেন দিলে কিছুটা স্বাভাবিক হতো বলে মনে করছে পরিবারের আত্মীয়রা।

পরে রাত্রি আটটা নাগাদ ওই শিশু পুত্রের মৃত্যু হয়। মৃত শিশু পুত্রের মা পরিবার-পরিজন কান্নায় ভেঙে পড়ে হাসপাতাল চত্বরে। তমলুকে থাকা আত্মীয়-স্বজনরা ছুটে আসে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে চলে আসে তমলুক থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পুলিশের আশ্বাসে আত্মীয়রা বাড়ি ফিরে যায়। পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত হয়েছে। কিন্তু স্বাস্থ্যপরিসেবা সহ অন্যান্য পরিষেবা অত্যন্ত খারাপ বলে অভিযোগ করেন মৃত শিশুর পরিবার পরিজন।

Eastmedinipur

Apr 08 2023, 18:26

*আমি ময়না আছি, বাপের বেটা হলে আমাকে ঘিরে দেখাক, অভিষেকে মন্তব্যের পালটা শুভেন্দুর*


ময়নাঃ কেন্দ্রী বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে শনিবার আলিপুরদুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে বলেন, বিজেপির নেতাদের যেখানে দেখবেন ঘিরে প্রতিবাদ জানাবেন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যের জাবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি ময়নায় রয়েছি বাপের বেটা হলে আমাকে আটকে দেখাক। ওতো আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলো। যত করবে তত বিছিন্ন হবে।এই নোংরা কালচার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিলো না। তোলাবাজ ভাইপো আমদানি করেছে।

পাশাপাশি এদিন নন্দীগ্রামের মন্ডল -৪ এর বিজেপির সভাপতি, সহ সভাপতি সহ বেশ কয়েকজন ইস্তফার প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের খবর নিয়ে সংবাদ মাধ্যমকে না বিচলিত হওয়ায় ভালো। নন্দীগ্রামের হিন্দু সনাতনীরা সবাই মোদিজির সাথে আছে আর তাদের সামনে থেকে নেতৃত্ব দেবে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ১৭ টি অঞ্চল আছে যার মধ্যে আমরা ১১ টি পাবো। আর বাকি সংখ্যালঘু এলাকায় আমরা জিতবো কি না জানি না।

তবে সাগরদিঘির মতো তৃণমূল জিতবে না এটাও বলে রাখছি। বারবার ধরে তৃণমূল নেতৃত্ব উত্তরবঙ্গে যাওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, আগামী ১২ তারিখে কালিয়াগঞ্জে গিয়ে দেখিয়ে দেবো উত্তরবঙ্গের মানুষ কার সাথে আছে।

এদিন ময়নার বাকচায় বিজেপির জনসভার আয়োজন করা হয় সেই সভায় শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি, ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটর অশোক দিন্ডা সহ অন্যান্যরা।

এদিন ময়নার সভামঞ্চ থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বেশ কয়েকজন বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলিয় পতাকা তুলে দেন জেলা সভাপতি তপন ব্যানার্জি ও শুভেন্দু অধিকারী।।

Eastmedinipur

Apr 08 2023, 16:45

*আসামের বাসিন্দা, দিঘায় নিখোঁজ, বাবাকে খুঁজে পেয়ে নরনারায়ণ সেবা করলো মেয়ে*

দিঘা: দিঘায় বেড়াতে এসে হারিয়ে যাওয়া বাবাকে ফিরে পেয়ে দুস্থদের আহার তুলে দিলো মেয়ে।

দিঘা বেড়াতে আসা আসাম রাজ্যের মধ্য বয়স্ক ব্যক্তি বেসরকারি হোটেল থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। মঙ্গলবার গভীর রাতে দিঘা থানায় অভিযোগ দায়ের করেন নিখোঁজ ব্যক্তির মেয়ে। অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে দিঘা থানার পুলিশ।

অবশেষে রামনগর এর ১৪ মাইলে খুঁজে পেল বাবাকে। বাবাকে পেয়ে আনন্দে আত্মহারা মেয়ে। বাবাকে ফিরে পাওয়ার আনন্দে গরিব দুস্থ মানুষদের আহারের ব্যবস্থা করেছেন পরিবার। চন্দনেশ্বর মন্দিরে পুজো দিয়ে গরীব দুঃখী ব্যক্তিদের মুখে আহার তুলে দিলেন তারা।

হোটেল থেকে নিখোঁজ হওয়ার ঘটনায় রহস্য ঘনিভূত হয়। 

জানাগেছে, গত ৩ রা এপ্রিল কলকাতা থেকে বাসে করে আসাম রাজ্যের গৌরিপুর থেকে দিঘার বেড়াতে আসেন। এরপর তাঁরা নিউ দিঘার একটি বেসরকারী হোটেলের উঠেন। পরে সপরিবারে হোটেলে রুমে ঘুমাতে চলে যান। পরের দিন সকালে উঠে দেখেন ওই মধ্য বয়স্ক রহস্যজনকভাবে নিখোঁজ। নিখোঁজ ব্যাক্তি ঘনকান্ত দাস ( ৬৮) কে অবশেষে খুঁজে পাওয়া গেলো রামনগরে। তার বাড়ী আসাম রাজ্যের গৌরীপুর এলাকায়।

Eastmedinipur

Apr 08 2023, 16:43

*চোখের আলোয় পরীক্ষা শিবির, প্রদান করা হলো ঔষধ ও চশমা*


তমলুক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে "চোখের আলো" কর্মসূচি চলছে।রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার তাম্রলিপ্ত পৌরসভা উদ্যোগে "চোখের আলো" কর্মসূচির মাধ্যমে পুরসভার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে পরীক্ষা শিবির আয়োজন করা হয়।

পরীক্ষা পর এলাকার ৬০০ জন নাগরিককে চশমা সহ ঔষধ প্রদান করা হয় বলে জানান তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দ্বীপেন্দ্র নারায়ন রায়। তাম্রলিপ্ত পৌরসভা প্রেক্ষাগৃহে পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসকরা চিকিৎসা করে যাদের চশমা প্রয়োজন তাদের চশমা এবং ঔষধ প্রদান করা হয়। আগামীদিনে অন্যান্য ওয়ার্ডের নাগরিকদের নিয়ে শিবির করা হবে বলেও জানান চেয়ারম্যান। প্রবীন নাগরিকরা চোখের আলোয় আবার ভালো ভাবে দেখতে পাওয়ায় খুবই আনন্দিত শিবিরে আসা মানুষজন।

Eastmedinipur

Apr 08 2023, 15:22

*নন্দীগ্রামে বিজেপির মন্ডল সভাপতির ইস্তফাপত্র ঘিরে চাঞ্চল্য*

নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় বিজেপির মন্ডল সভাপতি ইস্তফাপত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। নন্দীগ্রাম-৪ মন্ডল কমিটির সভাপতি রয়েছেন চন্দ্রকান্ত মন্ডল জেলা সভাপতি তপন ব্যানার্জি নিকট ইস্তফাপত্র পাঠিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির। খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির মন্ডল সভাপতি, মন্ডল সহ সভাপতি সহ মন্ডল কমিটির সকলের দলীয় পদ থেকে ইস্তফা। আর যাকে ঘিরে ফের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম মন্ডল ৪ এর সভাপতি তথা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মন্ডল,সহ সভাপতি সহ

কমিটির সকলে বিজেপির দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা পত্রে উল্লেখ দলীয় সাংগঠনিক পদ্ধতি না মেনে মন্ডলে বিভাজন এর কারনে এই ইস্তফার সিদ্ধান্ত। ইতিমধ্যেই তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জির কাছে এই ইস্তফাপত্র পাঠানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ইস্তফার ফলে দলীয় গোষ্ঠীকোন্দল যে প্রখর হয়ে উঠলো তা বলাই বাহুল্য। 

এদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র জানান, এটা তাদের নিজেদের ব্যাপার এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তাবে আগামীদিনে আরও অনেকেই এইভাবে ইস্তফা দেবে।

Eastmedinipur

Apr 08 2023, 14:36

*প্রভু যীশুর রক্তের সম্মান জানাতে রক্তদান শিবির, ১০০ জন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রক্তদান করেন*


গেঁওখালী: গতকাল ছিলো গুড ফ্রাইডে। মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মালম্বী মানুষজন। তারই অঙ্গ হিসেবে পাস্কাপর্বে কয়েকদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভু যীশু তার রক্ত দিয়ে মানবসমাজকে রক্ষা করার চেষ্টা করেছিল।

প্রভু যীশুর সেই রক্তের মর্যাদা দিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালির আরসি মিশন উৎসব কমিটির উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সংসদের সদস্য শিক্ষক সুমন সাঁতরা, চার্চের ফাদার সুশীল সিলভাস্টার মুর্মু, সংস্থার উৎসব কমিটির সহ সম্পাদক শোভা তেসরা সহ অন্যান্য। এদিন খ্রিস্টান ধর্মালম্বী পুরুষ মহিলা মিলে মোট ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, রক্তের চাহিদা মেটাতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন যেভাবে এগিয়ে এসেছেন তাদের সাধুবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বর্তমান সময়ে দাবদাহের কারনে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের অভাব দেখা দিচ্ছে। তক্ত টাকা পয়সা দিয়ে তৈরি করা যায় না। একজন মানুষ আর একজনকে রক্ত দিলে তবেই অসুস্থ মানুষ সুস্থ হয়।আগামীদিনের সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ধরনের উদ্যোগ গ্রহন করুক এটাই আবেদন করবো।

গেঁওখালি আরসি মিশন উৎসব কমিটির সহ-সম্পাদক শোভা তেসরা জানান,প্রভু যীশু তার রক্ত দিয়ে সুন্দর সমাজ গঠন করা চেষ্টা করেছিল তার এই মহৎ উদ্যোগকে স্মরণীয় করে রাখতে গুড ফ্রাইডে উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আমরা চাই রক্তের অভাবে যেন কেউ মারা না যায়। রক্তের অভাব দূর করতেই আমাদের এই প্রয়াস। 

এদিন শিবির উদ্বোধনের আগে প্রভু যীশুর প্রার্থনায় মিলিত হয় খ্রিস্টান ধর্মালম্বী মানুষজন।

Eastmedinipur

Apr 07 2023, 16:25

*সরকারি উদ্যোগে ভূমিহীনদের তুলে দেওয়া হল পাট্টা ও রেকর্ড*


এগরা : প্রকৃত দরিদ্র ও ভূমিহীনদের দেওয়া হল সরকারি পাট্টা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ১৮জন প্রাপককে তুলে দেওয়া হলো পাট্টা ও রেকর্ড।

এদিন ভূমিহীনদের পাট্টা তুলে দেন এগরা ১ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা ১ পঞ্চায়েত সমিতি সভাপতি অমিয় কুমার রাজ এবং ব্লকের ভুমি আধিকারিক তরুণ মাইতি ও ব্লকের জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি। এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ জানিয়েছেন, প্রকৃত যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ভূমিহীন ব্যক্তিদের দেওয়া হল পাট্টা। এদিন বরিদা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮জন কে পাট্টা এবং রেকর্ড দেওয়া হয়েছে।

তবে ব্লকের মোট ৫৫জন কে এই দুয়ারে সরকার শিবির থেকে পাট্টা তুলে দেয়া হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিদা গ্রাম পঞ্চায়েতে প্রধান রানু রানি বেরা, উপপ্রধান শান্তনু নায়ক, সমাজসেবী সিদ্ধেশ্বর বেরা, এগরা ১ পঞ্চায়েত সমিতির সদস্য সেক সুমন ও জেলা পরিষদের সদস্য ড: ছবি রানী দাস মহাপাত্র প্রমূখ।